পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন চসিক মেয়র

Passenger Voice    |    ০৯:৩০ পিএম, ২০২০-০৫-২৪


পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন চসিক মেয়র

কর্মহীন চারশত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৪ মে) সকালে অটোরিকশা অটোটেম্পু ড্রাইভার শ্রমিক ইউনিয়ন এর নেতাদের নিয়ে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর উপহারের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র প্রত্যেককে একটি করে সাবান ও মাস্ক বিতরণ করেন।

মেয়র নগরীর কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪০০ জন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে উপহার তুলে দেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি হয়নি। এই রোগের আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলা। সামাজিক দূরত্ব রক্ষা করা, নিয়মিত হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, জরুরী প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া-এসব পরামর্শ মানতে হবে। বাইরের দেশে সামাজিক দূরত্ব না মেনে চলার জন্য নাগরিকদেরকে জরিমানাসহ বিভিন্ন দণ্ড প্রদান করা হচ্ছে। আমাদের দেশের জনগণের কথা চিন্তা করে সরকার এমন কঠোর বিধিবিধান এখনো প্রয়োগ করছে না। তবে আমাদেরকে নিজের স্বার্থেই সচেতনতা অবলম্বন করতে হবে।

তিনি পবিত্র ঈদুল ফিতরে পরস্পরের সঙ্গে করমর্দন, কোলাকুলি, অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকার জন্য  জনসাধারণকে পরামর্শ দেন।

এসময় চসিক প্যানেল মেয়র নেছার উদ্দিন আহম্মেদ মন্জু, অটোরিক্সা অটো টেম্পো ড্রাইভার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ও ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলার সদস্য সচিব মো. ফারুক হোসেন, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এর সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, চট্টগ্রাম অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সেবক সংগঠনের সভাপতি শাহাদাত হোসাইন, সিএনজি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: মন্জুরুল আলমসহ অনান্য নেতারা উপস্থিত ছিলেন।